talk of love for bangladeshi
ভালোবাসার নতুন কথায় আপনাদের সাগতম।
আমরা বাঙ্গালী, বাংলা আমার গর্ব। বাঙ্গালী জানে মন থেকে ভালোবাসতে। ছেলে কিংবা মেয়ে। তবে অধিকাংশ মেয়েরাই ছেলে চিনতে ভুল করে। আসল ভালোবাসাকে পাত্তা না দিয়ে ছুটে চলে মিথ্যা ভালোবাসার দিকে। তবে তার ও একটা কারন আছে সেটা হল সুখে থাকার লোভ। কথায় আছে লোভে পাপ আর পাপে মৃতু। সময় থাকতে মেয়েরা সত্যিকারের ভালোবাসার দাম দেয় না কিন্তু পরে বুঝে, তবে তথন বুঝেও কোন লাভ হয়না। কারন মানুষ যখন ভুল করে তখন তার বিবেক ঘুমিয়ে থাকে, সে থাকে আবেগের মাঝে আর এই আবেগ ছেড়ে যখন বিবেক আসে তথন তার ভুল বুঝতে পেরে সারাটা জীবন কাঁন্নার কারন হয়ে থাকে।
![]() |
love story bangla |
কিন্তু এখনকার কান্নার কোন মানে হয় না। কারন মেয়েদের বিয়ের পর তার প্রথম প্রেমের কথা বা যে ছেলেটি তাকে বেশি ভালোবাসতো তার কথা মনে পরে বেশি বেশি। তখন মনে পরে পুরাতন প্রেমিকের কথা যে সেই সেলেটিই ছিল আমার জীবনের সত্যিকারের পুরূষ। তবে ছেলেরাও যে সত্ত্যিকারের ভালোবাসার মেয়েকে চিন্তে একেবারেই ভুল করে না কথাটা মোটেও সঠিক নয় তবে সংখাটা খুবই কম। আর তার থেকেও কম প্রেম সার্থক হওয়াটা। জীবনের প্রথম প্রেম সার্থক হতেই চায়না এর কারন মানুষের বিবেক লোপ পায় বলে আর হচ্ছে উপায় থাকে না বলে। মনের মাঝের ফুল শুকিয়ে যায়, অনন্দ বলতে শব্দটা জীবন থেকে মুছে যায়। সবার জীবনেই কোন না কোন ভালোবাসার গল্প থাকে । আপনি আপনার প্রেমিকাকে হারিয়েছেন বা পেয়েছেন সেটা কজন মানুষ জানে। আপনি ইচ্ছা করলে ইন্টারনেটের জগতে সমগ্র বাংগালিকে আপনার গল্প জানাতে পারেন। আপনার যদি সাহস থাকে অবশ্যই আপনার মনের মাঝে লুকিয়ে থাকা বাস্তব গল্পটা সবার সাথে শেয়ার করুন তবে যাতে কারও কোন ক্ষতি না হয় সে বিষয়েও লক্ষ্য রেখে আপনার গল্প সারা দেশকে যানান। আপনার একটি গল্প সকলের মন কেরে নিলে আপনি অবশ্যই পুরোস্কার পাবেন আপনার গল্পের মান অনুযায়ী। দেরি না করে আপনার গল্প লিখুন সুখ, দুঃখ সব ধরনের গল্প আর আমাদের কাছে পাঠিয়ে দিন দেশ ও দশকে যানাতে। আপনার গল্পে যদি আপনার নাম দিতে অসস্থি বোধ করেন তাহলে অন্য কোন নাম দিন যাহাতে কারও কোন ক্ষতি না হয়। আপনার কাহিনী দিয়ে হতে পারে কোন সিনেমা বা নাটকের সংলাপ তাই দেরি না করে আজই লিখতে শুরু করুন।
কিভাবে আপনার গল্প আমাদের হাতে পৌছাবেন ঃ
আপনার গল্পটি লিখবেন
কম্পিউটারে কম্পজ করবেন নিজের না থাকলে স্থানীও দোকান থেকে করবেন।
ইমেইল করে পাঠিয়ে দিন এই নম্বরে
lovestory1no@gmail.com
পাঠিয়ে দেয়ার দুই দিনের মাঝে আপনার গল্পটি অনলাইনে দেওয়া হবে তাই চোখ রাখুন নিচের এই ঠিকানায় আপনার এবং অন্যদের নতুন গল্প পরতে।
http://lovestorylike.blogspot.com/ এবং এই ঠিকানাটি লিখে রাখুন এবং দেখুন সকলের জীবনের গল্প কাহিনী।
কোন অনলাইন থেকে কপি করার চেষ্টা করবেন না
প্রথম পেইজে ফিরে জেতে নিচের লাইনটিতে ক্লিক করুন।
প্রথম পেইজে ফিরে জেতে নিচের লাইনটিতে ক্লিক করুন।
2 comments:
Nice post ভালবাসার গল্প ও ইন্টারনেট অফার Www.BestSimOffer.com
Very Beautiful 😍😍
Sweet 10 Hollywood Actress List
Top 10 Most Beautiful American Actress
Top 10 Hottest Canadian Female Actress
Top 10 Most Cute Actress in Bollywood
Find Out Most🔴 https://ontornama.com
Post a Comment